Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এ উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ
  • চিত্তরঞ্জন সূতারঃ মহান মুক্তিযোদ্ধর অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর অন্যতম সহচর, প্রাক্তন এম এল এ,ও সংসদ সদস্য। জন্ম ১৩৩৪ সালের ৯ই চৈত্র (ইংরেজি ১৯২৮ সালের ২৩ মার্চ) বৃহত্তর বরিশাল জেলার,(বর্তমান পিরোজপুর) স্বরূপকাঠী থানার ব্যাসকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ললিত মোহন সূতার।
  • শাহ্ সূফী নেছারুদ্দীন আহমাদঃ  - ছারছীনা দরবার শরীফের প্রথম পীর ও প্রতিষ্ঠাতা;
  • হযরত ফকির আদু শাহ্ আউলিয়াঃ পাটিকেলবাড়ী দরগাহ শরীফের পীর ও প্রতিষ্ঠাতা;
  • আলহাজ্ব বজলুর রহমান খানঃ  ব্রিটিশ জুড়ি বোর্ডের সদস্য, ল্যান্ডলর্ড, শতবর্ষী মানব, ১৯৭১ সালে সেহাংগলে মুক্তিযোদ্ধাসহ হাজারো অসহায় হিন্দু- মুসলিমদের আশ্রয় দাতা।
  • জুয়েল আইচঃ  জাদু শিল্পী, একুশে পদক প্রাপ্ত;
  • খান বাহাদুর হাশেম আলী খানঃ অভিভক্ত বাংলার মন্ত্রী, রাজনীতিবিদ শিক্ষক, আইনজীবি ও সমাজ সেবক;
  • খান মুহাম্মদ সালেকঃ  ১৯১৭ সালে পিরোজপুরের স্বরূপকাঠী থানার আকলম গ্রামে জন্মগ্রহণ করেন বরেন্য এই শিক্ষাবীদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী আজকের প্রথম সারির বিদ্যালয় ‘গভর্ণমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের (ঢাকা), তিনিই প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে তিনি এই স্কুলের প্রধান শিক্ষেকেরও দায়িত্ব পালন করেন। তিনি একুশে পদক ও রাষ্ট্রপতী পুরষ্কারে ভুষিত হন। তিনি মাধ্যমিক স্তরের বিভিন্ন বিষয়ে প্রায় ৫০ টি পাঠ্যপুষ্তক রচনা করেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময়ে তিনি মিসিলে অংশ গ্রহণ করেছিলেন এবং দাপ্তরিক ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনে ব্যপক ভুমিকা রেখে ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সাংগঠনিকও ছিলেন। ১৯৯৫ - ৫ জুন তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরন করেন।
  • অধ্যক্ষ শাহ আলমঃ  এমপি ৯ম জাতীয় সংসদ। 
  • এনায়েত হোসেন খানঃ  সাবেক এম পি।
  • এম, শামসুল হকঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সোহাগদল ইউনিয়নে জন্ম গ্রহণ করেন। সরকারের গুরুত্ব পূর্ন দায়িত্বের পাশাপাশি প্রতিষ্ঠা করেছেন পশ্চিম সোগাদল শহীদ স্মৃতি বি,এম, ইনস্টিটিউট যেখানে কলেজ, প্রাইমারী স্কুল, হাই স্কুল,ভকেশনাল, মাদরাসা আছে।
  • ফকির নাসির উদ্দিনঃ সাবেক পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। তিনি পাটিকেলবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠা করেন রাজবাড়ী ডিগ্রি কলেজ, এগার গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, পাটিকেলবাড়ী দরগাহ্দ শরীফ. মাদরাসা, এতিমখানা, মসজিদ সহ বহু প্রতিষ্ঠান।