স্বরূপকাঠিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন। মঙ্গলবার বিকেলে তিনি সদরের কেন্দ্রীয় দূর্গামণ্ডপ, কুড়িয়ানা, জিন্তাকাঠি ও আটঘর দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় বিভাগীয় কমিশনারের সহধর্মিনী, পিরোজপুর জেলা প্রশাসক অনল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মানিকহার রহমান, নেছারাবাদ ইউএনও মো. আবদুর রহমান তার সঙ্গে ছিলেন।