‘ডিজিটাল বাংলাদেশ’ বির্নিমাণ এবং সরকারের ‘রূপকল্প ২০২১’ বাসত্মবায়নে জনগণের দোরগোড়ায় সেবা প্রদানের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরতে আগামী ২২,২৩,২৪ ফেব্রম্নয়ারি, ২০১৮ খ্রি. তারিখ পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসন, পিরোজপুর কর্তৃক তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ আয়োজন করা হয়েছে। মেলায় আলোচনা সভা, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ‘আমার চোখে ডিজিটাল বাংলাদে’ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতা, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সেন্টার: নতুন সোপান (একসেবা) ও আমাদের করণীয়’ বিষয়ক সেমিনার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। মেলায় পাঁচটি প্যাভিলিয়নের আওতায় ৫০ টি স্টল স্থাপন করা হয়েছে যাতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশ গ্রহণ করবে। এছাড়াও মেলাকে অধিকতর ফলপ্রসু ও কার্যকরী করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার প্রদান করা হবে। মেলা উপলক্ষে আয়োজিত সকল অনুষ্ঠান স্থানীয় টিভি চ্যানেল-এ সরাসরি সম্প্রচার করা হবে। এমেলার মাধ্যমে ডিজিটালসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে আশা করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS